আলহামদুলিল্লাহ,
জামায়াত ইসলামীর একজন কর্মীকে দৈনিক যে আমল করতে হয়।
১। কুরআন অধ্যয়ন কর,
২। কমপক্ষে ২থেকে ৩ টি হাদীস পড়।
৩।ইসলামী সাহিত্য পড়া কমপক্ষে ১০ পৃষ্টা পড়
৪। ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়া,
৫। দাওয়াতি কাজ কর
৬।সমাজিক কাজ কর।
৭। দ্বীনের কাজে কমপক্ষে ৩ ঘন্টা সময় দাও।
৮। নিজেকে নিয়ে আত্মসমালোচনা কর।
৯। আয়ের ৫% প্রতি মাসে দ্বীনের জন্য ব্যয় কর।
১০। উপরোক্ত কাজগুলো করে আবার দায়িত্বশীলকে রিপোর্ট রেখে দেখাতে হয়।
আল্লাহ আমাদের সকলকে এই আমল গুলো করার তাওফীক দান করুক,আমীন