কচুয়া প্রতিনিধি: আজ ১৫ আগস্ট, কচুয়া উপজেলার ৪ ও ৫ নং ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা পালাখাল কলেজ মাঠে এক বিশাল অবস্থান কর্মসূচি পালন করেছেন। অনুষ্ঠানে সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মীদের সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব খাইরুল আবেদীন স্বপন।
তিনি তাঁর বক্তব্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা প্রফেসর ফজলুর রহমান, বিল্লাল হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নেতারা তাঁদের বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনা করেন এবং দেশের জনগণের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন।
এই কর্মসূচি উপলক্ষে কচুয়া উপজেলা জুড়ে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছিল এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।