কচুয়া দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টা রের উদ্যোগে ফ্রি মেডিকেল কেম্প অনুষ্ঠিত।।
কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টা রের উদ্যোগে ফ্রি মেডিকেল কেম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১মার্চ সকাল থেকে কচুয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে কড়ইয়া মুন্সী বাড়ী জামে মসজিদের পাশে স্থানীয় বিএনপির অফিসে ফ্রি মেডিকেল ক্যাম্পিং সেবা দিয়েছে কচুয়ার সনামধন্য গাইনী ডাঃ নাছরিন সুলতানার তত্ত্বাবধানে পরিচালিত দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টারের ফ্রি সেবা দিয়েছেন কচুয়া সরকারী হাসপাতালের ডাক্তার ডাঃ মোঃ তওহিদুর রহমান, ডা, নাছরিন সুলতানা, ডা,সেফায়েত উল্লাহ মানিক ডা, নুরুল আফসারী, ডা,নাহিদ ইসলাম ডেন্টিস্ট। ফ্রি মেডিকেল কেম্প পরিচালনা করেন নবদিগন্ত সম্পাদক ও দিশারী ক্যাডেট স্কুল মাদ্রাসা পরিচালক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহাবুব আলম মুন্সী। ফ্রী মেডিকেল কেম্পে ২০০শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন বিএনপি নেতা নেতা শহিদুল্লাহ মুন্সী, শ্রমিক দলের নেতা কবির হোসেন, জামায়াত ৪নং ওয়ার্ড সভাপতি সহিদ খান, সেক্রেটারি শাহফরান গাজী, আ’লীগ ওয়ার্ড সভাপতি জমির হোসেন, জাতীয় পার্টি নেতা জয়নাল আবেদীন, বিল্লাল হোসেন, তনময়, ফরিদা, নুরজাহান সহ মুন্সী বাড়ী মসজিদ কমিটির নেতৃবৃন্দ। সকলের আন্তরিক সহযোগীতায় সর্বস্তরের মানুষ হিন্দু মুসলিম কাঁদে কাঁদ মিলিয়ে অংশ গ্রহন করেন।দিগন্ত দিশারী ফাউন্ডেশনের আয়োজনে মেডিকেল কেম্পে জুমার পূর্ব পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালিত করে।