মোঃ খান রাব্বিঃ বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম রনি সাহেবের পৃষ্ঠ পোষকতায় আজকের শাজুলিয়া ইমাম ও ওলামা পরিষদ কতৃক আয়োজিত অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ইমাম ও ওলামা মাশায়েখদের ভূমিকা, “পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক তাৎপর্য” বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল।১৫মার্চ কচুয়া মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি পীর সাহেব, শাজুলিয়া দরবার শরীফ।প্রধান অতিথিঃজনাব মুহাম্মদ হেলাল চৌধুরী।উপজেলা নির্বাহী কর্মকর্তা,কচুয়া।বিশেষ অতিথিঃজনাব মোঃ আজিজুল ইসলাম।অফিসার ইনচার্জ, কচুয়া থানা।উত্ত অনুষ্ঠানে আগত ইমাম ও আলেমদের মাঝে ঈদের পাঞ্জাবি, হাদিয়া এবং ইফতার প্রদান করা হয়।আল্লাহ প্রত্যেক কে কবুল করুক, আমিন।