শাহাদাত হোসেন মুন্সী(কচুয়া): চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলা ও পৌরসভার উদ্দোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে।আহলান চাহলান মাহে রমজান, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ কর করতে হবে, মাহে রমজানের পবিত্রতা রক্ষা কর করতে হবে। এছাড়াও নানা শ্লোগানে মুখরিত করে মিছিলটি কচুয়ার ঐতিহ্যবাহী আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসা হতে কচুয়া বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন করে কচুয়া পল্টন ময়দানে গিয়ে কচুয়া উপজেলা জামায়াত আমির এডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াত নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া জামায়াতের সেক্রেটারি মওলানা মোঃ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া পৌর আমির মাওলানা আমিনুল ইসলাম আজহারী, কচুয়া পৌর মেয়র প্রার্থী মুহাম্মদ আঃ কুদ্দুস মিয়া, নায়েবে আমির কচুয়া মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।