( আতাউল করিম ) —– কচুয়া বঙ্গবন্ধু সরকারী সরকারী কলেজের নতুন অধ্যক্ষ মুহাম্মদ ইয়াহ -ইয়া খান যোগদান করেছেন । তিনি চাকরী জীবন শুর করেন ১৯৯০ সালে কচুয়া কলেজের মধ্য দিয়ে । ১৯৯৬ সালে ১৩ তম বিসিএস সাধারন শিক্ষায় উর্ত্তীর্ন হয়ে ১৯৯৬ সনের আগষ্টে প্রথম যোগদান করেন বসুরহাট সরকারী মুজিব কলেজে । এরপর লক্ষিপুর সরকারী কলেজ,, এরপর রাজবাড়ি সরকারী আদর্শ মহিলা কলেজ, শেষ পর্যায় চাঁদপুর সরকারী কলেজে হতে পদন্নেতি পেয়ে ১০/২/২০২৫ এ কচুয়া বঙ্গবন্ধ সরকারী কলেজে যোগদান করেন । তার যোগদানের খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে কচুয়ার সকলের নিকট । ছুটে আসেন পুরাতন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম, সোলেমান মিয়া, আবদুল ওয়াদদ মজুমদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ জাকির ইল্লাহ শাজলী । এদের আগমনে মিলন মেলায় পরিণত হয় কলেজ ক্যাম্পাস জুড়ে । তার গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার নরিনপুর গ্রামে । তার পরিবারে আছে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে । সকলেই জাপান লেখাপড়া শেষ করে বড় ছেলে ব্যবসায় জড়িয়ে পড়ে । ২ ছেলে ও ১ মেয়ে জাপানে লেখা পড়া করছে । এ সময় কলেজের শিক্ষক -কর্মচারীদের পক্ষে সভাপতি প্রফেসর আশিকুর রহমান, সাধারন সম্পাদক মাকসুদা বেগম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আতাউল করিম, পৃথক পৃথক ফুল দিয়ে বরন করেন ঘরের ছেলেকে । এ ছাড়া প্রফেসর তারেকুল ইসলামসহ সকল শিক্ষক,শিক্ষিকা কর্মচারীসহ ছাত্রশিবির এর নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।