শাহাদাত হোসেন মুন্সীঃ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের অনুসারীদের হাতে চট্টগ্রামে হত্যার শিকার হন শিক্ষানবিশ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ। বুধবার ২৭ নভেম্বর বেলা ১১ টায় আলিফ হত্যার প্রতিবাদে ও ইস্কনকে নিষিদ্ধের দাবীতে চাঁদপুরের কচুয়ায় চাঁপইর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্দন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট কচুয়া বিশ্বরোড হতে বিক্ষোভ মিছিলটি শিক্ষার্থীরা শুরু করে কচুয়া বাজার পদক্ষীন করে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।বিক্ষোভ উত্তর মানব বন্ধনে বক্তব্য রাখেন চাঁপই শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দলনের এডমিন ওমর ফারুক, জাহিদ, সুফিয়ান, তুষার, সাংবাদিক তামিম, সাংবাদিক শাহাদাত হোসেন মুন্সী ও চাঁপইর সাধারণ শিক্ষার্থীবৃন্দ।বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ইস্কনকে নিষিদ্ধ করার দাবী তুলেন ও আলিফের হত্যায় জরিতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।