শাহাদাত হোসেন মুন্সীঃ চাঁদপুর কচুয়া করইশ বেপারী বাড়ি পূজা মন্ডপ, মাছিমপুর পূজা মন্ডপ, কান্দারপাড়, কোয়া, কড়ইয়া পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কচুয়া পৌরসভার প্রতিনিধি দল। আজ ১১অক্টোবর শুক্রবার ৪টায় ৩০-৩৫টি হোন্ডা যোগে কচুয়া আল ফাতেহা মাদ্রাসা হতে রেলী করে কচুয়া বাজার পদক্ষিণ করে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপ পরিদর্শনে প্রিতি সমাবেশে বক্তব্য রাখেন পূজা পরিদর্শন দলের প্রধান সমন্বয়ক কচুয়া বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাওলানা শাহ মোঃ জাকির উল্লাহ শাজুলী,জামায়াতে ইসলামী পৌর নায়েবে আমির আবু হানিফ মোঃ নোমান, সেক্রেটারি মনির হোসেন সাইদ, সাংবাদিক ফোরাম সেক্রেটারি, নব দিগন্ত সম্পাদক শাহাদাত হোসেন মুন্সী, শ্রমিক কল্যাণ সভাপতি মফিজুল ইসলাম, ৮নং কাদলা ইউনিয়ন সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফিরোজ খান, শিবু লাল সাহা সভাপতি, বিকাশ চন্দ্র সরকার সেক্রেটারি, সন্তোশ চন্দ্র সেন, কচুয়া উপজেলা পূজা মন্ডপ পরিচালনা কমিটি, রতন চন্দ্র পূজা মন্ডপ সভাপতি করইশ,উমেশ চন্দ্র সরকার সভাপতি ,বিধান চন্দ্র সরকার সেক্রেটারি কান্দারপাড় পূজা মন্ডপ, ঠাকুর নিহার চন্দ্র ভৌমিক, ফরশ পোদ্দার, তাপষ পোদ্দার, বাবুল পোদ্দার, দুলাল চন্দ্র সরকার সভাপতি কোয়া পূজা মন্ডপ, মধুস্বর চন্দ্র, বিপ্লব চন্দ্র, সশান্ত কর কড়ইয়া পূজা মন্ডপ, আশিষ পোদ্দার, হিন্দু মহোজোটের কেন্দ্রীয় নেতা শ্রী কৃষ্ণ ও জামায়াত অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্পৃতির অনন্য নিদর্শন আমরা ঐক্যবদ্ধভাবে রক্ষা করব, কোন রকম ষড়যন্ত্র আমরা পশ্রয় দিব না। এখানে কেউ সংখ্যা লগু না,কেউ সংখ্যা গুরু না সংবিধানে আমাদের সবার সমান অধিকার।