1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
কারবালায় শাহাদতবরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা: প্রধান উপদেষ্টা পিআর নয়; বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চাই: জমিয়ত সভাপতি ইসলামাবাদী চাঁপইতে শিবিরের বৃক্ষরোপণ অভিযান ২০২৫ আলোচিত জঙ্গিবিরোধী অভিযানঃ সাবেক এসপি আসাদুজ্জামান  রিমান্ডে ৫ আগস্ট সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা মুরাদনগরে নারী হেনস্তার ঘটনায় শাস্তি দাবি ইসলামিক জনকল্যাণ পার্টির চেয়ারম্যানের সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় সদর উপজেলা জমিয়ত

আলোচিত জঙ্গিবিরোধী অভিযানঃ সাবেক এসপি আসাদুজ্জামান  রিমান্ডে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

 (৩ জুলাই) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন চৌধুরী এ রিমান্ড মুঞ্জুর করেন। এর আগে নোয়াখালীর কেন্দ্রীয় কারাগার থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান। পরে বিকেলে শিবগঞ্জ আমলী আদালতে হাজির করে গ্রেপ্তার ও ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার সময় তিনি কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছিলেন। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্তার প্রমাণ পাওয়ায় এবং এ বিষয়ে বিস্তারিত জানতে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মুঞ্জুর করেন। অপারেশন ঈগল হান্ট’ পরিকল্পিত বা সাজানো কোন নাটক ছিল কিনা তা খতিয়ে দেখতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

জানা গেছে, আসাদুজ্জামান ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেও নোয়াখালীর পুলিশ সুপার ছিলেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং সবশেষ নীরফামারী জেলায় পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট পদে ন্যস্ত করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০১৭ সালের ২৫ এপ্রিল গভীর রাতে পুলিশ, র‍্যাব, কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট টিমের যৌথবাহিনী শিবগঞ্জের ত্রিমোহনী এলাকার মসলা ব্যবসায়ী ও কথিত জঙ্গি আবুল কালাম আজাদ ওরফে আবুর বাড়ি ঘেরাও করে গোলাগুলি করে। জঙ্গি নাটকের ঘটনা সৃষ্টি করে আবুকে হত্যা করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ২৭ এপ্রিল হেলিকপ্টারে আরও তিনটি বস্তাবন্দি মরদেহ বের করে ওই বাড়িতে নিয়ে যায় পুলিশ। এ সময় তাদের পেটের মধ্যে বোমা বেঁধে রেখে রিমোট কন্ট্রোল দ্বারা বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার সাত বছর পর যড়যন্ত্রমূলক ও বানোয়াট জঙ্গি নাটক ‘অপারেশন ঈগল হান্ট’ ঘটনায় পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, র‌্যাবের সাবেক মহাপরিচালক ও রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি এম খুরশীদ হোসেনসহ ১৮ জনকে আসামি করে নিহত আবু’র স্ত্রী সুমাইয়া খাতুন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ২০২৪ সালের ৩ অক্টোবর। এই মামলায় তৎকালীন কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এডিসি আসাদুজ্জামানকে দুই দিনের রিমান্ড দেয় আদএদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন জানান, জঙ্গি মামলায় কোনোভাবে সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান জড়িত নন। তাকে অহেতুক এ মামলায় জড়ানো হচ্ছে।প্রসঙ্গত, ২০১৭ সালের ২৬ শে এপ্রিল গভীর রাতে শিবগঞ্জের ত্রিমোহনীর শিবনগর গ্রামে হঠাৎ শতশত পুলিশ। প্রত্যন্ত গ্রামে অচেনা সাঁজোয়া যান, জলকামান, প্রজেক্টাইল, কাইনেটিভ আরও কতো কী। ভারী অস্ত্রে সজ্জিত পুলিশের একাধিক বিশেষ বাহিনী। রাত তখন প্রায় সাড়ে ১২ টা। মাত্র ১০ মিনিটে একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। আশপাশের রাস্তাঘাট সিলগালা করা হয়। মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়। জারি করা হয় ১৪৪ ধারা। তখনো দুই শিশু সন্তন ও স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে থাকা আবুল কালাম আজাদ ওরফে আবুর পরিবার কিছুই বুঝতে পারেনি। ঘুমিয়ে থাকা পরিবারটি কিছু বুঝে ওঠার আগেই বাসার মূলফটকে তালা দেয় পুলিশ। চারিদিকে মুর্হুমুহু গুলি। সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ। আতঙ্কে ওঠেন গ্রামবাসী। অজানা আতঙ্কে অনেকে এদিক ওদিক ছুটোছুটি শুরু করেন। পুলিশ আবুর ঘরের দরজা, জানালা, দেয়ালে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সেদিন এক আবুকে মারতে ২ হাজার ১২৬ রাউন্ড গুলি ছোঁড়া হয়। ওই অভিযানে অন্তত ১৭টি বিভিন্ন ধরনের গ্রেনেড ব্যবহার করা হয়। অভিযানের নাম দেয়া হয় ‘অপারেশন ঈগল হান্ট’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট