কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী জনকল্যাণ পার্টির চেয়ারম্যান মুফতি আব্দুল হান্নান ফয়েজী।
মঙ্গলবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “এই ধরনের ঘটনা সামাজিক অবক্ষয়ের স্পষ্ট নিদর্শন। যারা এই ন্যাক্কারজনক কাজের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন ঘটনার সাহস না পায়।”
উল্লেখ্য, গত ২৬ জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এক নারীকে হেনস্তা ও ধর্ষণের অভিযোগে স্থানীয়রা ফজর আলী নামে এক ব্যক্তিকে আটক করেন। আহত অবস্থায় সে পালিয়ে যায়, পরে তাকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই ঘটনায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মুফতি ফয়েজী আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে দ্রুত বিচার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।