শাহাদাত হোসেন মুন্সীঃ, দুনিয়ার মজদুর এক হও—এই দৃপ্ত শ্লোগানে চাঁদপুরের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন উপজেলা, পৌর প্রশাসন, শ্রমিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার।বুধবার (১ মে) সকালে কচুয়া উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য র্যালি, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন শ্রমিক ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। শ্রমিক দিবসে আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ হেলাল চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াত ইসলামি পৌর আমির আমিনুল ইসলাম মীর, মফিজুল ইসলাম, মাওলানা রাসেল, বিএনপি নেতা নাছির আলম নসু, শ্রমিক কবির হোসেন, গিয়াস প্রমুখ।
আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন, মে দিবসের তাৎপর্য কেবল স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এই দিন আমাদের শ্রমিকদের অধিকার আদায়ে আরও সংগঠিত, সচেতন এবং সোচ্চার হওয়ার আহ্বান জানায়। তাঁরা ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।