শাহরিয়ার নাজিম সৌরভঃ জমি সংক্রান্ত বিরোধে কচুয়ার কড়ইয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই আহত। কচুয়া পৌরসভা কড়ইয়া ৫ নং ওয়ার্ড শীলবাড়ির পাশে আইচ বাড়ির মনা আইচ এর বড় ছেলে জীবন আইচ এর উপর ছোট ছেলে রাম কৃষ্ণ দেশীয় অস্ত্রের আঘাত করে।জানাযায়, ৩০ এপ্রিল রোজ বুধবার বিকাল ৫ টা সময় রাম কৃষ্ণকে বড় ভাই বাধা দিলে ছোট ভাই কথা কাটাকাটির একপর্যায় বড় ভাইয়ের গলায় কাচি দিয়ে আঘাত করে পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ কয়েক দিন ধরে জমি নিয়ে বড় ভাই জীবন আইচ এর সাথে ছোট ভাই রাম কৃষ্ণের দন্দ চলে আসছিলো। তারই প্রক্ষিতে ৩০ এপ্রিল রোজ বুধবার বিকাল ৫ টা সময় ছোট ভাই রাম কৃষ্ণ কয়েকজন শ্রমিক নিয়ে বাড়ির পাশে বাগানে গাছ লাগাচ্ছেন তখন রাম কৃষ্ণের বড় ভাই জীবন আইচ ও তার ছেলে পান্ত গাছ ওঠিয়ে বাধা প্রদান করে । তাতে রামকৃষ্ণ রাগান্বিত হয়।সম্প্রতি তাদের মাঝে ঝগড়া বিবাদ শুরু হয় এমন সময় রামকৃষ্ণ তার হাতে থাকা বটি দিয়ে বড় ভাইয়ের গলায় আঘাত করে। তাতে জীবন আইচ গুরুতর আঘাত পায় এবং রক্তক্ষরণ হয় পরবর্তীতে জীবন আইসের ছেলে ও তার বন্ধুরা মিলে হসপিটালে নিয়ে যায়।পরবর্তীতে ঘটনার সম্বন্ধে জীবন আইচ এর স্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন রামকৃষ্ণ গাছ লাগাচ্ছিলেন এমন সময় আমার স্বামী ও ছেলে এতে বাধা প্রদান করায় ঝগড়া বিবাদ শুরু হয় এমন সময় রামকৃষ্ণ আমার স্বামী জীবন আইচ এর গলায় বটির মাধ্যমে আঘাত করে। তাতে তার গলার রগ কাটা যায়। এখন তাকে নিয়ে আমার ছেলে ও তার বন্ধুরা হসপিটাল গেছে । তিনি আরো বলেন আমার স্বামীকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল রামকৃষ্ণের এবং ঘটনার সমাধান দাবি করেন।