দিগন্ত ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিয়ে বিএনপির তরুন নেতৃত্বের সক্ষমতা যাচাইয়ের অনবদ্য সুযোগ পেয়েছেন ঢাকার জনপ্রিয় মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনের ফল বাতিল করে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইশরাককে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে নৌকা প্রতীকে আওয়ামী লীগ থেকে নির্বাচিত ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেটও বাতিল করা হয়েছে। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক হোসেন।
তবে তিনি দায়িত্ব নেবেন কিনা তা নির্ভর করছে বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর!
ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ও আদালতের রায়ে গত ৩রা নভেম্বর ২৪ থেকে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।
তবে অনেকেই মনে করেন, বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে এক শ্রেণীর রাজনৈতিক দুর্বৃত্তদের কারণে বিএনপি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রেক্ষিতে তরুণ ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব পালনের মধ্যে দিয়ে তরুণ নেতৃত্বের সততা-দক্ষতার একটি দৃষ্টান্ত স্থাপন করে দলটি রাজনৈতিক ভাবে লাভবান হওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে।
এখন দেখা যাক কি হয়?