কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ার পৌরসভার কার্যালয়ে, কচুয়া কলেজ, চাঁদপুর পলিটেকনিক সহ পৌরসভার ৮টি স্থানে বাংলাদেশ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের কচুয়া পৌরসভার ৪৬১০জনের অনুকুলে মাথাপিছু ১০কেজি চাল হিসাবে ৪৬.১ মে.টন চাল বিতরন করা হয়। ১৬ মার্চ সোমবার হতদরিদ্রের মাঝে সরকারী বরাদ্ধ বিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেলাল চৌধুরী, এ সময় বিজিএফের চাল বিতরন পরিচালনা করেন অত্র পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সচিব ফখরুল ইসলাম, কচুয়া থানা ওসি আজিজুল ইসলাম, প্রনীসম্পদ করমকর্তা, পিআইও কর্মকর্তা রাকিব হোসেন ও ওয়ার্ড পুরুষ মহিলা মেম্বারগণ। অত্যন্ত সুশৃংখলভাবে চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। চাল বিতরণ কার্যক্রমে এলাকার স্থানীয় বিএনপি জামায়াত নেতা কর্মীও আনসাররা সহযোগীতা করেন। রোজা উপলক্ষে সরকারের ২০২৪-২৫ অর্থবছরে ব্যাপকহারে নেয্যমূল্যে চাল বিনামূল্যে চাল বিতরন কার্যক্রম হাতে নেয়ায় জনসাধারন খুবই খুশি।