শাহাদাত হোসেন মুন্সীঃ চাঁদপুরের কচুয়ায় পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া গ্রামের উষা গাজী বাড়ির মাসুদের ছেলে জাবের হোসেন(৭) ও বক্তার বাড়ির আলমের পুত্র হাসান(৬) পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। ঘটানাস্থলে গিয়ে জানাযায়, বৃহস্পতি বার ১৩ মার্চ বিকাল ৩টায় শিশু দুটিকে খুঁজে পাওয়া না গেলে, অনেক খোঁজাখুঁজির পর পাশের গাইন বাড়ির দিঘীতে শিশু দুটির লাশ ভেসে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে তারা এক সাথেই খেলা করছিল কোন এক ফাঁকে তারা দিঘীতে গোসল করতে চলে যায়। শিশু দুটি পাশাপাশি বাড়ির। মৃত যাবের হোসেনের বাবা মাসুদ হোটাল ব্যবসা করেন এবং হাসানের বাবা আলম নছিমনের ড্রাইভার। মৃত হাসান ও জাবেরের বাড়িতে শোকের মাতম বইছে।