স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পার্টি (এবি পার্টি ) যাত্রাবাড়ী ও ধানমন্ডি থানার উদ্যোগে বিজয় নগরে শনিবার ৮ মার্চ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসের আহমেদের সঞ্চালনায় সংগঠক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ার সাদাত টুটুল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাশার, ধানমন্ডি জোনের আহ্বায়ক ফয়সাল মুনির, মহানগর দক্ষিনের সহকারী সদস্য সচিব রিয়াজ উদ্দিন খাঁন, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মোহাম্মদ আরিফ সুলতান, সদস্যসচিব নাসিমুল ইসলাম অন্তর, ওয়ারী থানার আহবায়ক মোঃ আব্দুর রহিম, সদস্য সচিব মোহাম্মদ নূরনবী, পল্টন থানার আহবায়ক এডভোকেট মুন্সি আব্দুল কাদের, কোতোয়ালি থানার সদস্য সচিব তানভীর আহমেদ পল্টন থানার যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সোহাগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ রকিবুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।