মোঃ হোসাইন শহিদঃ চাঁদপুর চিত্রলেখা মোড়ে মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ডিভিশন অফিসে ৫মার্চ বুধবার সকাল ১০টায় কোম্পানীর সিনিয়র অফিসারদের নিয়ে আয়োজিত মাসিক পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসভিপি মাওলানা তরিকুল ইসলামের পরিচালনায় কুরআন তেলায়াত করেন চাঁদপুর সদর ইনচার্জ এসভিপি মাওলানা বেলাল হোসাইন, হামদ পরিবেশন করেন মাওলানা নাছির উদ্দিন পঞ্চায়েত। মার্কন্টাইল চাঁদপুর ডিভিশন ইনচার্জ এসইভিপি জাকির হোসেন গাজীর সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর এএমডি কুমিল্লা মডেল ডিভিশন ইনচার্জ মুজিবুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ও মতলব সার্ভিস সেন্টারের ইনচার্জ ইভিপি মাওলানা মাহমুুদুল্লাহ পাটোয়ারী, হাজীগঞ্জ সদর ইনচার্জ হাবিবুর রহমান, এসভিপি নব দিগন্ত সম্পাদক ও অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, মোবারক হোসেন, আকরাম হোসেন, মাওলানা শাহাদাত হোসেন, সোলাইমান গাজী, জহির হোসেন, নজরুল ইসলাম, শামছল আলম এডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।