রাব্বি হোসেনঃ চাঁদপুরের কচুয়া প্রেসক্লাব থেকে প্রবাসী সাংবাদিক এমরান হোসেন তালুকদারকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।শনিবার ১ মার্চ বেলা ২টায় বাংলাদেশের নিউজ২৪ এর মালদ্বীপ প্রতিনিধি কচুয়া প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক এমরান দীর্ঘ দিন প্রবাস জীবন কাটিয়ে ছুটিতে বাড়ীতে আসলে হৃদয়ের টানে একসময়ের সহযোদ্ধা সাংবাদিকদের সাথে মিলিত হলে কচুয়া রাজমহল হোটেলে এক আবেগময় পরিবেশে সকল সাংবাদিকদের উপস্থিতিতে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। কচুয়া প্রেসক্লাব সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান মওলানা নুরুল হক প্রধান কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করেন।সেক্রেটারি এম. এমদাদুল্লার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক এমরান হোসেন তালুকদার, প্রেসক্লাবের সহসভাপতি কচুয়া কন্ঠ পত্রিকা সম্পাদক বিএনপি পৌর সভাপতি হাবিব উল্লাহ হাবিব, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক এম সাইফুল মিজান, কচুয়া সাংবাদিক ফোরাম সেক্রেটারি জাতীয় সাপ্তাহিক নব দিগন্ত প্রধান সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।