শাহাদাত হোসেন মুন্সী,(কচুয়াঃ) কচুয়া আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচুয়ার ফলাফলে শির্ষে শতভাগ পাস মাদ্রাসাটিতে বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে কচুয়ায় আল-ফতেহা দারুল ইসলাম মাদ্রাসা কতৃপক্ষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও কচুয়া পৌর প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী মাদ্রাসার দোয়ায় একথা বলেন। চেতনার পরিবর্তন এনে বর্তমান দ্বীনি শিক্ষার মাধ্যমে দেশ ও জাতিকে ভালো কিছু উপহার দিতে হবে। আপনাদের সন্তানদেরকে প্রকৃত সুশিক্ষা দিতে চান তাহলে এই প্রতিষ্ঠানের উপর ছেড়ে দিতে পারেন। আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় মানুষ করে তৈরি করার দায়িত্ব এই প্রতিষ্ঠানের। মাদ্রাসা সুপার আঃ হাইয়ের সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার সোহেল রানা, মাদ্রাসা সেক্রেটারি আঃ রশিদ শাহ সম্রাট, জামায়াত ইসলামী কচুয়া উপজেলা আমির এডভোকেট আবু তাহের মেজবা, দোয়া পরিচালনা করেন জামায়াত ইসলামী কচুয়া সাবেক আমিরও ট্রাস্টের সহ সভাপতি মাওলানা হারুনর রশিদ খন্দকার।
এ সময় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।