শাহাদাত হোসেন মুন্সীঃ কচুয়া থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামকে কচুয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে।২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় কচুয়া থানায় এ মতবিনিময় ফুলের সংবর্ধনা ও চা চক্র অনুষ্ঠিত হয়। নবাগত ওসি আজিজুল ইসলামের বাড়ী বরিশাল, তিনি চাঁদপুর নৌপুলিশ থেকে কচুয়া থানায় ওসি হিসাবে দায়িত্ব গ্রহন করেন। অনুষ্ঠানে নবাগত ওসি আজিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি কচুয়া উপজেলার মানুষের সেবা করতে এসেছি। আমি সেবক হতে চাই, তাই সকল শ্রেনী-পেশার মানুষ ও মিডিয়া কর্মীদের সহযোগিতা চাই। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের অতন্দ্র প্রহরী , সমাজের খুঁটিনাটি সকল বিষয়ে আপনাদের সহযোগীতা চাই। পুলিশ ও সাংবাদিকদের মাঝে সেতু বন্ধন তৈরি হলে সমাজ পরিবর্তন হতে সময় লাগবে না। তবে কেউ যেন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা হলুদ সাংবাদিকতা না করতে পারে এ ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম অসুস্হ থাকায় সেক্রেটারি এম এমদাদুল্লাহর (নয়া দিগন্ত), নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক এম সাইফুল মিজান(ইনকিলাব), সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হক, সহ সভাপতি মাওলানা আবু হানিফ মোঃ নোমান, নব দিগন্ত সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, সাংবাদিক মাসুম বিল্লাহ, ইসমাইল হোসেন বিপ্লব প্রমুখ।