কচুয়া প্রতিনিধিঃ ২২ ফেব্রুয়ারি বিকাল ৫টায় জমিজমার বিরোধের জের ধরে অতর্কিত হামলায় চাঁদপুরের কচুয়ার উজানীতে জয়নাল আবেদীন সবুজকে(৩০) কুপিয়ে জখম করেন ও তার বাবা মা ভাইকে আহত করে প্রতিপক্ষের সাবেক ইউপি মেম্বার মোজম্মেল , ইব্রাহিম, শাখাওয়াত, হাছানাত, আবুল বাশার গং। এসময় সবুজকে বাঁচাতে এগিয়ে আসলে তার বাবা মা ও ভাইকে এলোপাতারি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে প্রতিপক্ষ মারধর করে বলে সবুজের পরিবার। গুরুতর আহত অবস্থায় সবুজকে কচুয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবুজের স্ত্রী হালিমা আক্তার তন্নী বাদী হয়ে এ ব্যাপারে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেন।জানাযায়, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। জমিজমা নিয়ে কয়েকটি মামলা আদালতে চলমান- মামলা নং ১৯০/২৫, ১৪৫৪/২৫, সিআর মামলা ৭৩৪/২৪, ৩২/২১, ও ২৯৪/২৪।
এদিকে সবুজের পরিবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ফেসিবদের দোসর বিনা ভোটের সাবেক মেম্বার মোজাম্মল গং বিগত সরকারের আমলে আইন আদালতকে তোয়াক্কা না করে আদালতে হাজিরা দেয় না। আদালতের নিষেধাজ্ঞা থাকা জায়গা হতে গাছ কাটে জমি দখল করে। তারা আরো জানায়, বিএনপির একটি গ্রুপের করইশ গ্রামের শরীফের নেতৃত্বে আ’লীগের দোসর মোজাম্মল গংকে সেলটার দেয় এবং সবুজের পরিবারকে মামলা করতে বাধাদেয়, শরীফের দলবল সবুজের পরিবারকে কচুয়া থানা থেকে বের করে দেয়।