স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার সদর মডেল থানার ইউনিয়ন যুব দলের সভাপতি তৌহিদুল ইসলাম ৩১ জানুয়ারি যৌথ বাহিনী গ্রেফতারের পর মৃত্যুবরণ করে। জানাযায়, সেনা হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। এব্যাপার গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাঃ শফিকুল ইসলাম।তিনি তার ভেরীফাইড ফেজবুকে লেখেন, কুমিল্লায় রাতে বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটক এক যুবদল নেতার সকালে মৃত্যুতে : গভীর উদ্বেগ প্রকাশ।
পরিবর্তিত বাংলাদেশে এটা মোটেই কাম্য নয় এবং এরকম ঘটনা কেউ দেখতে চায় না। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিৎ।ভবিষ্যতে সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ করার আহবান জানাচ্ছি।আমরা মরহুমের রূহের আত্নার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারেরর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এদিকে উক্ত ঘটনায় দুঃখ প্রকাশ করে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে অনাকাংখিত যে ঘটানা হয়েছে তার জন্য সেখানকার কমান্ডারকে দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়েছে এবং উক্ত ঘটানায় তদন্ত চলছে দায়ি ব্যক্তিদের সেনা আইনে বিচার নিশ্চিত করা হবে।