শাহাদাত হোসেন মুন্সীঃ ৩৩ বছর শিক্ষকতা শেষে ৩০ জানুয়ারী থেকে অবসরে যাচ্ছেন কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী। তিনি এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর যোগদান করে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৯২ সালের ১মার্চ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি একই কলেজে ২০০৩ সালের ৬ মার্চ ডিডিও অফিসার পদে পদোন্নতি লাভ করেন।
অধ্যক্ষ মাওলানা শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী ঐতিহ্যবাহী কচুয়ার ঐতিহ্য বাহী দহুলিয়া শাজুলিয়া পরিবারের সন্তান। তিনি ১৯৭৮ সালে ললক্ষ্মীপুর দারুল উলুম আলিয়া মাদ্রাসা থেকে দাখিল,১৯৮০ সালে রায়পুর আলীয়া মাদ্রাসা থেকে আলিম,১৯৮২ সালে কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল,১৯৮৪ সালে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা থেকে কামিল,১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ অর্নাস,১৯৮৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এমএ সম্পন্ন করেন। দীর্ঘ ৩৩ বছর এ কলেজে মহান শিক্ষকতা শেষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অবসর গ্রহন করবেন। ব্যক্তি জীবনে তিনি ২ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক। তাঁর বড় মেয়ে ইংলিশে এমএ সম্পন্ন করেন। বড় ছেলে শাহ আব্দুল্লাহ নাসের বাংলাদেশ সেনাবাহিনীর লে. কমান্ডার,২য় ছেলে উচ্চ মাধ্যমিক শেষে করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন ও কনিষ্ঠ মেয়ে এবছর দাখিল পরীক্ষার্থী। তিনি সম্মানের সহিত বর্ণাঢ্য এ শিক্ষকতা পেশায় শেষ করতে পারায় মহান আল্লাহ তায়লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অবসর জীবনে পরিবার পরিজন নিয়ে সুখে থাকে সকলের দোয়া চেয়েছেন। অপর দিকে আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সুশিক্ষা গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।