1. navodiganta@gmail.com : https://www.navodiganta.com/ https://www.navodiganta.com/ : https://www.navodiganta.com/ https://www.navodiganta.com/
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
রবিবার, ২৫ মে ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত বাহিনীর ২ সহযোগী অস্ত্র-গোলাবারুদসহ আটক.. হাজীগঞ্জে মার্কন্টাইল ইসলামি লাইফ ইন্সুরেন্সের ব্যবসা পরিকল্পনা প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত।। চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন। সাংবাদিক সাগর রুনির হত্যাকারী দুইজন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে ঢেলে সাজাতে হবে: প্রধান বিচারপতি বাঘাইছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলায় গাড়িচালক আহত.. কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত জমি সংক্রান্ত বিরোধে কচুয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই আহত শিবির করায় চাকুরী হলো না:: সাদিক কায়িমের হুঁশিয়ারি একাধিক সন্তান নেয়া ও পরিববার পরিকল্পনা নিয়ে পশ্চিমা দৈত নীতি নিয়ে ইসলামিক স্কলার মাওলানা আহমদ উল্লাহর বিশ্লেষণ

উপদেষ্টা মাহফুজ আলমের সতর্কতা পোস্ট 

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

দিগন্ত ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। যা নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে তার ভক্ত ও সমালোচকদের মধ্যে। ‘ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাইবিরোধী শক্তি’ শিরোনামের ওই পোস্টে তিনি দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন নিজের চিন্তার কথাও।

 

 

Mahfuz

মাহফুজ আলম বলেন, জুলাই অভ্যুত্থান ছিল সব স্তরের মানুষের এক সমন্বিত মিলনমেলা। কিন্তু এখন দেশে নতুন করে বিভিন্ন ষরযন্ত্র শুরু হয়েছে। ফ্যাসিবাদ এবার তার চেহারা বদলে বিভিন্ন রূপে ফিরে আসতে চাইছে। আবার নতুন করে সক্রিয় হতে চাইছে।

ksrm mobile

তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, দেশের জনগণের বিরুদ্ধে এই ষড়যন্ত্র অবশ্যই রুখে দিতে হবে। কালচারাল ফ্যাসিজম এবং পুরাতন অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের নিরন্তর লড়াই চালিয়ে যেতে হবে। আমরা সেটা চালিয়েও যাচ্ছি। সামাজিক ফ্যাসিবাদ বনাম সেক্যুলারিজ শক্তির ভণ্ডামি আমাদের উন্মোচন করতে হবে।

তা না হলে এ প্রজন্মকে চিরতরে পিছিয়ে দেওয়া হবে, বিচ্ছিন্ন করা হবে।সরকারের পক্ষ থেকে মাহফুজ আলম জানান, এই সরকার ১৫০টিরও বেশি আন্দোলন মোকাবেলা করেছে। ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে আবার বাঁচিয়ে তুলেছে। আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে নতুন করে। জুলাই শহীদ ও আহতদের অর্থদান ও পুনর্বাসন থেকে শুরু করে বিচার ও সংস্কারের জন্যে আমরা নিরন্তর কাজ করছি।

 

 

এখনো জনগণের যেকোনো ন্যায্য দাবি সময়সাপেক্ষ হলেও পূরণ করা হচ্ছে। সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, আমরা যেদিন আবার রাজপথে নেমে আসব সেদিন প্রতিদিনের ডায়েরিতে টুকে রাখা আমাদের দিন-রাতের কাজগুলোর আমলনামা নিয়ে জনগণের সামনে আসব। কিন্তু আপনারা জুলাইবিরোধী শক্তি যাবেন কোথায়? জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হন্তারকরা পালাবেন কোথায়? আপনাদের আমলনামাও আমরা রাখছি। ভাবাদর্শ আর ভিনদেশের পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে, এটার জবাব দিবে জনগণ! সময় থাকতে মিত্রদের জড়ো করুন এবং শত্রুদের চিহ্নিত করুন।

মাহফুজ আলমের এই ফেসবুক পোস্ট দেশের পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার কথাগুলো শুধু ফেসবুকেই সিমাবদ্ধ থাকেনি, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিসের ইঙ্গিত দিলেন তিনি? এই প্রশ্ন সবার মনেই জাগছে।

মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

দিগন্ত ডেস্ক : মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মহার্ঘ ভাতা যদি দিই সেটা আলাদা হিসাব করব।

Upodastha

আজ বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি। রাজস্ব আয় বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে।
ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেয়িং কান্ট্রি। এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম। ভুটান, নেপাল, আইভরি কোস্ট, বুরকিনা ফাসোর চেয়েও কম।

এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনাকে সব কিছু দেব? এটা এক্সপেক্ট করা ঠিক হয় না।’

ব্যয়ের দিকে সরকার সাশ্রয়ী হবে জানিয়ে তিনি বলেন, ‘ব্যয়ের দিকটায় আমরা সাশ্রয়ী হবো। অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে। পাঁচ বছরের প্রকল্প ১০ বছর নিয়ে যাচ্ছে।

বড় বড় প্রকল্প আছে যেখানে খরচ হওয়ার কথা ছিল ২৫ হাজার কোটি টাকা, খরচ হয়েছে ৫২ হাজার কোটি টাকা। টাকা কোথা থেকে আসবে, এগুলো তো আমাদের শোধ দিতে হবে।’

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি জানান, ‘বাজারে চাল ও গমের মজুদ পরিস্থিতি ভালো। এর পরও ভবিষ্যতের কথা বিবেচনা করে খাদ্য মজুদ বা স্টক করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

তাহলে ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবেন না।’ এ সময় ১০ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হবে বলেও জানান এই উপদেষ্টা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট