ঢাকা মহানগর সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াত ইসলামী খিলক্ষেত পশ্চিম থানার উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিদের নিয়ে এক প্রীতি সমাবেশ থানা আমীর হাসনাইন আহমেদ এর সভাপতিত্বে আজ দুপুর ১২টায় রাজধানীর খিলক্ষেতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনিসুর রহমান, সাবেক কমিশনার, বিশিষ্ট সমাজসেবক খন্দকার আব্দুর রব।
থানা সেক্রেটারি মোহাম্মদ সলিমুল্লাহর পরিচালনায় উক্ত প্রীতি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরার সদস্য অধ্যাপক মিজানুর রহমান, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন ভুঁইয়া, থানা সমাজকল্যাণ সম্পাদক জনাব আজিজুল হক,ছাত্রশিবির খিলক্ষেত থানা সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।