
রোববার (৫ জানুয়ারি) সকালে প্যাসিফিক জিন্সের ছয়টি ইউনিটের মূল গেইট বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তারা শ্রমিকদের জোরপূর্বক পদত্যাগ ও আন্ত-ইউনিট বদলিসহ প্রতিষ্ঠানে ব্যবস্থাপনায় যুক্ত কিছু পদ পরিবর্তনের দাবিতে এই বিক্ষোভ করেন। পরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) প্যাসিফিক জিন্স গ্রুপের বিভিন্ন ইউনিটের শ্রমিকরা রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন। বিক্ষোভকারী শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে প্যাসিফিক জিন্সের ছয়টি ইউনিটের সবগুলো মূল গেইট বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। ওই সময় তারা সিইপিজেডের মূল গেইট বন্ধ করে দিলেও দেড় ঘণ্টা পর সেটি আবার খুলে দেওয়া হয়।
শ্রমিকরা অন্তত ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে রয়েছেন মহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক ও প্রডাকশন ম্যানেজার পদবির কর্মকর্তা।পরে দুপুরের দিকে শ্রমিকদের সঙ্গে আলোচনা বসে প্যাসিফিক জিন্স গ্রুপের একটি প্রতিনিধিদল। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়। এরপরই আন্দোলন কর্মসূচি থেকে সরে আসেন শ্রমিকরা।এর আগের দিন শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর শ্রমিকদের জোরপূর্বক পদত্যাগ ও আন্ত-ইউনিট বদলিসহ দুটি দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
প্রতিষ্ঠানটি প্রায় দুই যুগ ধরে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের হঠাৎ করে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর শনিবার থেকে বিক্ষোভে নামে কর্মরত শ্রমিকরা।