কচুয়া প্রতিনিধিঃ কচুয়ার কড়ইয়া মুন্সী বাড়ীতে প্রতিপক্ষের হামলায় আহত সাংবাদিক শাহাদাত মুন্সী।।বুধবার ২৫ ডিসেম্বর ২টায় চাঁদপুর কচুয়ার কড়ইয়া মুন্সী বাড়ীতে সাপ্তাহিক নব দিগন্ত সম্পাদক চাঁদপুর দিগন্ত, যায়যায়দিন, চাঁদপুর জমিনের সাংবাদিক শাহাদাত হোসেন মুন্সীর নিজ পৈত্রিক ভিটা বাড়ির ১০/১৫ টি ফল ও কাঠের গাছ কেটে পেলে প্রতিপক্ষের মেহেদী হাসান (৩৫), পিতাঃ মৃত হাকিম মুন্সী, বাতেন মুন্সী(৩৩), আঃ আহাদ মুন্সী, পিতাঃ মৃত আঃ ছাত্তার,। জানা যায়, সাংবাদিক শাহাদাত মুন্সীর ৩ ভাই প্রবাসে থাকে, তিনিও বাড়িতে থাকেন না। বাড়িতে তার বৃদ্ধ মা ও ভাইয়ের বৌয়েরা থাকে।তাদের কোন আলোচনা ছাড়া মেহেদী হাসান জোড় পূর্বক গাছ বিক্রি করলে শাহাদাত গংদের কয়েকটি কড়ই গাছ চামুল গাছ কেটে পেলে।গাছ কাটা শ্রমিক ইসমাইল, জলিল ও আবুল খায়েরকে শাহাদাত বাড়িতে এসে বাধা দেয়।শ্রমিকরা এক পর্যায় গাছ কাটা বন্ধ করলে মেহেদী গং শাহাদাতের ওপর অতর্কিত হামলা চালায় এবং হামলায় শাহাদাত গুরুতর আহত হন।এতে আহত সাংবাদিক শাহাদাত কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে কচুয়া সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ আসাদুজ্জামান জানান, ভিকটিমের ডান হাতের বৃদ্ধাঙ্গুল ৪সেঃ কাটা গেছে, শরীরের ঘাড় ও পিঠে ইঞ্জুরী হয়েছে তাকে পর্যবক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় কচুয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।