1. navodiganta@gmail.com : https://www.navodiganta.com/ https://www.navodiganta.com/ : https://www.navodiganta.com/ https://www.navodiganta.com/
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
সোমবার, ২৬ মে ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত বাহিনীর ২ সহযোগী অস্ত্র-গোলাবারুদসহ আটক.. হাজীগঞ্জে মার্কন্টাইল ইসলামি লাইফ ইন্সুরেন্সের ব্যবসা পরিকল্পনা প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত।। চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন। সাংবাদিক সাগর রুনির হত্যাকারী দুইজন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে ঢেলে সাজাতে হবে: প্রধান বিচারপতি বাঘাইছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলায় গাড়িচালক আহত.. কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত জমি সংক্রান্ত বিরোধে কচুয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই আহত শিবির করায় চাকুরী হলো না:: সাদিক কায়িমের হুঁশিয়ারি একাধিক সন্তান নেয়া ও পরিববার পরিকল্পনা নিয়ে পশ্চিমা দৈত নীতি নিয়ে ইসলামিক স্কলার মাওলানা আহমদ উল্লাহর বিশ্লেষণ

নতুনভাবে যে এ দেশটি স্বাধীন হয়েছে শিশুদের জানাতে হবে :  প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে
শাহাদাত হোসেন মুন্সী: হাজী লোকমান পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার  রেজাল্ট কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ডিসেম্বর রোববার চাঁদপুর সদর উপজেলার আট নং বাগাদি ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমীন কমিউনিটি সেন্টারে হাজী লোকমান পাবলিক স্কুলের  ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফলের  রেজাল্ট কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ আহমদ কাজল। হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা মীম আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  ও অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর পৌর কমিটির সদস্য সচিব, শ্রমিকদল নেতা ফরিদ আহমেদ মোস্তান , সাংবাদিক মনির হোসেন সজিব। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন চৌরাস্তা বাজারের ব্যবসায়ী এবং ওয়ার্ড বিএনপি’র যুগ্ন সম্পাদক তাহের হোসেন কবিরাজ ও শাহাবুদ্দিন আহমেদ সহ অনেকে। অনুষ্ঠান শেষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফলের কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন ও অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ সৈয়দ আহমেদ কাজল সহ অন্যান্য। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র হাসিবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর সদর হাসপাতালে মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ আহমেদ কাজল কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ছাত্রের অভিভাবক ও চৌরাস্তা বাজারের ব্যবসায়ী বিএনপি নেতা তাহের হোসেন কবিরাজ। এছাড়া উক্ত দুই অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান  রোকন। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন বলেন, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই কথাগুলি এই ছোট ছোট শিশুদেরকে জানাতে হবে এবং এর প্রজন্ম নতুন বাংলাদেশ কিভাবে করলো সে ব্যাপারে তারা জেনে আগামী বাংলাদেশ নির্মাণে তাদের ভূমিকা রাখবে আমি এ আশা করি। তিনি আরো বলেন আমার চাঁদপুরে অনেক বিদ্যালয়ে  যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু এই বিদ্যালয়টি  সবচেয়ে ভালো মনে হয়েছে , ছাত্র-ছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের  পড়ালেখার  যে আগ্রহ  তা বাস্তবে দেখে গেলাম স্কুলটি ঘুরে ঘুরে দেখলাম খুবই সুন্দর এবং ঢাকার যে সমস্ত স্কুল আছে ওই সমস্ত স্কুলের নেয় হাজী লোকমান পাবলিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, এই অঞ্চলের ছাত্রছাত্রীদের পড়ালেখার মান অন্য অঞ্চলের সে অনেক ভালো আমি দেখেছি। আমি এই প্রতিষ্ঠানের প্রধান রোকনুজ্জামান  রোকনকে বলবো যেন এই স্কুল জেলার শ্রেষ্ঠ স্কুল হয় সেভাবে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মান এগিয়ে নেওয়ার জন্য। আপনি যেরকম পরিপাটি ভাবে বাইরে থাকেন সেভাবে এই স্কুলটিও সেই ভাবে পরিবারটি রাখবেন তাহলে এই স্কুলের ছাত্র-ছাত্রীরা একদিন দেশের উচ্চস্থানে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি এই স্কুলের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি এবং প্রশাসনের প্রয়োজন যদি হয় কোন কাজে লাগে আমাকে আপনারা জানাবেন আমি এই স্কুলের ভালো কাজে শরিক হব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট