কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণের অভিযোগে গ্রেফতার:১
শাহাদাত হোসেন মুন্সী: কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কচুয়া থানাধীন হাটকচুয়া এলাকা হইতে আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদ্রাসা ও আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল কাজী মোঃ আসাদ উল্লাহ(৫৫), আসামীকে গ্রেফতার পূর্বক চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
(ভিকটিম) (৯), আবাসিক ছাত্রী হিসেবে আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদ্রাসা, ৩য় শ্রেণীতে অধ্যয়ণরত। জানা যায়, গত ১৩/১২/২০২৪খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৫.০৫ ঘটিকার সময় ভিকটিম খাবার পানি আনার জন্য উক্ত প্রতিষ্ঠানের নীচ তলায় গেলে ঐ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল কাজী মোঃ আসাদ উল্লাহ(৫৫), মাদ্রাসার নীচ তলায় তার কক্ষে ডেকে নিয়ে ভিকটিম (৯) কে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম তার শরীরিক অসুস্থাতার কারণে ঘটনা সম্পর্কে ভিকটিমের সহপাঠী ও পরিবারকে খুলে বললে ভিকটিমের মা ভিকটিমকে প্রাথমিক চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ভিকটিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষনে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করে।
ভিকটিমের চিকিৎসা শেষে অদ্য ২২/১২/২০২৪খ্রিঃ তারিখ ভিকটিমের মা থানায় লিখিত এজাহার দায়ের করিলে কচুয়া থানার মামলা নং-১৫,তারিখ-২২/১২/২০২৪ খ্রিঃ, ধারা -৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী২০২০) রুজু করা হয়।
কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কচুয়া থানাধীন হাটকচুয়া এলাকা হইতে উক্ত আসামীনকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে। এই ঘটনায় কচুয়ায় থামথমে অবস্থা বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা যায় উক্ত ঘটনার পর থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এরাতে আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদ্রাসা ও আইডিয়াল স্কুলের গেইট তালাবদ্ধ করে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে।