চাঁদপুরের কচুয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
২১ ডিসেম্বর শনিবার চাঁদপুর জেলার কচুয়া উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমির মাওলানা আঃ রহিম পাটেয়ারী, জেলা নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, মতলব থানা আঃ রশিদ, মাওলানা আবুল হোসাইন, জেলা সেক্রেটারি এড. শাহজাহান মিয়া, সদর থানা আমির এড. শাহাজান খান, সাবেক ছাত্র নেতা মাওলানা মনির হোসাইন হেলালী,সম্ভাব্য কচুয়া পৌর মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ আঃ কুদ্দুস মিয়াজী প্রমূখ।