কচুয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মিছিল।।
ওমর ফারুক মজিবঃ ২১ ডিসেম্বর
রোজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনের উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কচুয়া উপজেলার পক্ষ থেকে এক বিশাল মিছিল নিয়ে বাংলাদেশ জামাত ইসলামি কচুয়া উপজেলার কর্মী সম্মেলনে উপস্থিত হন। দীর্ঘ এক যুগ পর কচুয়া পৌরসভা এবং কচুয়া বাজার শিবির শিবির স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কচুয়া উপজেলার এমন মিছিল আয়োজনে কচুয়ার জনগণ খুবই খুশি হন। কচুয়া বাজার ব্যবসায়ীগণ এবং সাধারণ জনগণ শিবির সভাপতিদের নিকটে এমন আবেগ ব্যক্ত করেন। যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এত সুশৃংখল, সুসজ্জিত, ও সুমার্জিত।
তাই , আমরা আশা করি এই ছাত্রশিবির আগামী দিনের জাতির কর্ণধার হবে ।