কচুয়া প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় সোমবার ১৬ ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে কচুয়া উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কচুয়ার নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল উদ্দিন। তারপর স্কাউটস ও অন্যান্য বাহিনীর কুস্কাওয়াজ শেষে মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা, খাবার পরিবেশন আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ হতে। নামাযের পরপর শহিদের জন্য দোয়া ও এতিমখানায় খাবার পরিবেশন ও সারাদিন ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার আয়োজন করা হয়। বিকালে উপজেলা প্রশাসন চত্তরে ক্রিকেট ও কচুয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী আনন্দ উৎসবের মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপন করা হয় তবে নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ হতে অভিযোগ করা হয় অন্যান্য বছরের মতো উপজেলা প্রশাসন হতে তাদের সকল পরিবারকে সম্মাননা, খাবার ও জাতীয় দিবসেরু ভাতা দেয়া হয়নি। সব সময় প্রত্যেক মুক্তিযোদ্ধা পরিবারের সকলকে ডাকা হতো, এবার যারা উপস্থিত পরিবারের মধ্যে একজন করে খাবার দেয়ূা হয়েছে।এদিকে এ বছর শুধু জীবিত মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হলেও মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে বিজয় দিবসের ভাতা দেয়া হয়নি বলে প্রতিবেদককে জানান মুক্তিযোদ্ধা পরিবার সদস্যরা। অনুষ্ঠানে এ ব্যাপারে কিছু না বললেও এ বিষয়ে তাদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।