শাহাদাত হোসেন মুন্সীঃ শনিবার ১৪ ডিসেম্বর চাঁদপুরের কচুয়ার নন্দনপুর দারুস্সুন্নাত ছালেহীয়া মাদ্রাসা কমপ্লেক্স মাঠে বাংলাদেশ জম্ইয়তে হিযবুল্লাহর সম্মেলন:২৪ উপলক্ষ্যে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ২টা হতে হামদ্ নাত কিরাত তালিম তরবিয়তের মাধ্যমে মাহফিল মনোমুগ্ধকর হয়ে উঠে। বাংলাদেশ জম্ইয়তে হিযবুল্লাহর আমির ছারছীনা দরবার শরীফের গদ্দীনিশিন পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন (মা.জি) এর সভাপতিত্বে কোরআন হাদীস আলোকে আলোচনা পেশ করেন জম্ইয়তে হিযবুল্লাহর সেক্রেটারি শাহ সুফী হযরত মাওলানা আবু বকর নেছারুল্লাহ, মাহফিলে আরো বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সভাপতি ডাঃ ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা অজি উল্লাহ,সভাপতি, কচুয়া উপজেলা জম্ইয়তে হিজবুল্লাহ, সেক্রেটারি শহিদ উল্লাহ বিকম, মাদ্রাসা এন্তেজামিয়া কমিটি সেক্রেটারি কাজী মাওলানা শফিকুর রহমান, মুহতামিম মাওলানা খাইরুল বাশার প্রমুখ।