শাহাদাত হোসেন মুন্সীঃ চাঁদপুরের কচুয়ার ঘুগড়ার বিল থেকে বৃহস্পতিবার ১২ নভেম্বর নিখোঁজের ৪দিন পর আতিক মজুমদারের লাশ উদ্দার করেছে সাচার পাড়ির পুলিশ। ঘুগরার বিলে একটি মৎস্য প্রজেক্ট থেকে পানির মেশিনের সাথে ডান পা বাধা অবস্থায় বজুরীখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের পুত্র আতিক মজুমদারের লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার১১টায় এ টার দিকে নিহতের চাচা বিল্লাল হোসেন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিমের নির্দেশে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন ভূঁইয়া লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই প্রজেক্টের কর্মচারী চান্দিনার মাধাইয়া এলাকার রায়হান নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এসময় নিহতের লাশ দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়। লাশের সন্ধান পেয়ে আতিকের স্বজনদের আহাজারীতে শোকের মাতম বইছে। এমন মৃত্যু কারো কাম্য নয়। স্থানীয়দের দাবী তদন্তপূর্বক দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। নিহত আতিক ৩ মাস পূর্বে এক যুবতীর সাথে সংসার জীবনে আবদ্ধ হয়।