হোসাইন শহীদঃ শনিবার ৩০ নভেম্বর বিকাল ২টায় কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ড .আনম এহছানুল হক মিলন বলেন, কচুয়ায় চাঁদাবাজি চলবে না, আমি চাঁদাবাজদের বিরোদ্ধে চৌকিদারি করব। সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মীদের সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহ সভানেত্রী নাজমুন নাহার বেবী, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব খাইরুল আবেদীন স্বপন। তিনি তাঁর বক্তব্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন , কচুয়া পৌর সভাপতি বিল্লাল হোসেন, সেলিম পাটোয়ারী,শাহজালাল, মহিলা দলের নেত্রী শাহিনসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নেতারা তাঁদের বক্তব্যে আ’লীগ সরকারের সমালোচনা করেন এবং দেশের জনগণের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন।
এই কর্মসূচি উপলক্ষে কচুয়া উপজেলা জুড়ে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছিল এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।