ইয়াছমিন সুলতানাঃ কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে বোরহান উদ্দিন (২১) ও ফয়সাল (২৭) নামে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুলের ভিতরে একটি সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে অবস্থান নেয়া শহর ও উপজেলা থেকে শিক্ষার্থীরা সভায় উপস্থিত হয়। সভার এক পর্যায়ে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুটি পক্ষ তৈরি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।