শাহাদাত হোসেন মুন্সীঃ কচুয়ার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া ১১নং দক্ষিণ গোহট ইউপির উদ্দোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ২ নভেম্বর বিকাল ৩টায় প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ মুফাস্সিরিন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি হাজীগঞ্জ কামিল মাদ্রাসার মুহাদ্দিস চাঁদপুর কচুয়া-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু নসর আশ্রাফি।বেলা ২টা থেকে কুরআন তিলায়াত, হামদ, নাত, নাটিকা পরিবেশনার মাধ্যমে তাফসির মাহফিল প্রণবন্ত করে তুলে চাঁদপুরের ঐতিহ্যবাহি ছাত্র শিবির পরিচালিত সুনিপুন শিল্পগোষ্ঠী। ১১নং ইউপি আমির জাকির হোসেন বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত চাঁদপুর জেলা আমির মাওলানা আঃ রহিম পাটোয়ারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া জামায়াতের সাবেক আমির মাওলানা হারুনর রশিদ খন্দকার, বর্তমান আমির এড. আবু তাহের মেজবা, নায়েবে আমির মাষ্টার সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শিবির নেতা শাহাদাত হোসেন। জামায়াত ইসলামী ১১ নং ইউপি সেক্রেটারি প্রভাষক হেলাল উদ্দিনের পরচালনায় বক্তারা বলেন জামায়াতে ইসলামী দুনীয়ার মানব রচিত মতবাদে বিশ্বাসী নয় । তারা আল্লাহর দেয়া নবীকে নেতা মেনে আল্লাহর দেয়া বিধান দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করে দুনীয়া ও আখিরাতের মুক্তি হাসিল করতে চায়। আ’লীগ গত ১৮ বছর জামায়াতের উপর অত্যাচার নির্যাতন করার পরও জনগণকে সাথে নিয়েই জামায়াত ছিল আছে থেকবে।আ’লীগ ১৬ বছর রাজত্ব করেও ১ঘন্টার ব্যবধানে নেতা কর্মীদের মৃত্যুর মুখে ফেলে মামার বাড়িতে পালিয়েছেন।পৃথিবীর ইতিহাসে সৈরাচার ২য় বার ফিরে আসে না। যারা ভাবেন এই উঁকি দিলেন আবার
ক্ষমতায় বসে যাবেন তারা বোকার স্বর্গে বাস করছেন। কর্মী সম্মেলন শেষে বৈষম্য বিরোধী আন্দোলন শহিদদের ও আহতদের জন্য দোয়া করা হয়।