স্টাফ রিপোর্টারঃ পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর চরম সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিশ্লেষকরা বলছেন ‘পতন ও সংকটের ধরন ভিন্ন হলেও জুলাই এবং অগাস্টে তীব্র ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়ার পর দলটির অন্য নেতাদের অনেকেই আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছেন।
অনেকে ভারতে কিংবা অন্য দেশে চলে গেছেন। এছাড়া অনেকে আটক হয়ে কারাগারে আছেন।
দলটির দুয়েকজন নেতার নামে বিচ্ছিন্নভাবে দুয়েকটি বিবৃতি গণমাধ্যমে আসলেও দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান নয়। এমনকি ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ও আন্দোলনকারীদের হামলার তছনছ হয়ে গেছে। ঊনপঞ্চাশ বছর আগে ১৯৭৫ সালের ১৫ই অগাস্টে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পরও ভয়াবহ এক সংকটকালে মুখোমুখি হতে হয়েছিলো দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দলটিকে।
ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলছেন ১৯৭৫ ও ২০২৪- উভয় ঘটনাই দল হিসেবে আওয়ামী লীগকে ‘ছন্নছাড়া’ অবস্থায় ফেলে দিয়েছে বলে মনে করেন তিনি। ৭৫ এর শেখ মুজিবের বাকশাল কায়েমের পর অনাকাঙ্ক্ষিত ঘটনায় শেখ পরিবারের পতন হলে অনেক সাধনার পর জাতির কাছে ক্ষমা ছেয়ে শেখ হাছিনা ৯৬ তে ঘুরে দাড়ায় ঠিকই কিন্তু পুনরায় ২০০৮ থেকে ২০২৪ ষোল বছর আবার দেশকে এমনভাবে অস্থিতিশীল করে বিরোধীদল বিহিন রাষ্ট্র পরিচালনা,দ্রব্য মূল্যের উর্ধগতি, মুদ্রাস্ফীতিসহ সকল বিষয়ে নাকাল পরিস্থিতি দলীয়করণে ৭৫ আদলেই দেশে অঘোষিত বাকশাল করে সাধারণ মানুষের মধ্যে আতংক তৈরী করে বাক স্বাধীনতা ক্ষর্ব করে এমন পরিস্তিতি হয় যে, অবশেষে হাইকোর্টের এক রায়কে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনে নেমে আসে দেশের ভুক্তভোগী সকল আমজনতা। সবশেষে ১হাজারের অধিক লাশ পরার পর হাসিনা ঘোষণা না দিয়ে পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হয়। কিন্তু প্রথমবারে আওয়ামীলীগ ঘুরে দাঁড়ালেও বর্তমানে আওয়ামীলীগের দু একজন নেতা কর্মী কথার বুলি ওড়ালেও অধিকাংশ নেতা কর্মী পলাতক কেউ দলছুট আবার কেউ বিএনপি জামায়াতে অন্তর্ভূক্তি নিয়ে ব্যস্ত। এদিকে দুটি প্রেক্ষাপটে আ’লীগকে এতোটাই নাস্তানাবুদ করেছে পরবর্তি কয়েকটি প্রজন্ম আওয়ামীলীগকে আর বিশ্বাস করতে পারবে না। অপরদিকে স্বাধীনতার নেত্রিত্বদানকারী দলটির এমন বিপর্যয়ে জাতির বড় একটি অংশ দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত। আন্তর্জাতিক ভূরাজনীতি পাকিস্তান ভারত চীন আমেরিকা কুটকৌশল মিয়ানমার রোহিঙ্গা সংকট, দ্রব্যমূল্যের উর্ধগতি, ওয়ান ইলেভেন কুশিলবসহ যে কোন মুহুর্তে অস্থিতিশীল হতে পারে দেশ।