স্টাফ রিপোর্টারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেছেন এবং পুরোনো বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি আনোয়ারের প্রথম বাংলাদেশ সফর হলেও, তার এই দেশে আসা নতুন নয়। অনেকেরই অজানা, তিনি ছাত্রজীবনে অন্তত দু’বার বাংলাদেশ সফর করেছিলেন। প্রথমবার ১৯৮১ সালে এবং দ্বিতীয়বার ১৯৮৭ সালে, দু’বারই তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসেন।
১৯৭৪ থেকে ১৯৮২ সাল পর্যন্ত আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার ইসলামিক যুব সংগঠন ‘এবিম’ (Malaysian Islamic Youth Movement) এর সভাপতি ছিলেন। ১৯৮১ সালে ছাত্রশিবিরের আমন্ত্রণে তিনি ঢাকার ইডেন কলেজ মাঠে অনুষ্ঠিত এক সম্মেলনে অংশ নেন এবং সেখানে দীর্ঘ বক্তব্য রাখেন। সেসময় তার বক্তব্য শুনতে উপস্থিত ছিলেন মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামরুজ্জামান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।