বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কথা বলেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন তিনি। এসব কারণে অবশ্য সরকারের চক্ষুশূলেও পরিণত হয়েছেন। এরপরও কিন্তু দমে যাননি। আবার সরকার পতনের একদফা দাবিতেও সংহতি জানিয়ে সরব হয়েছিলেন খ্যাতিমান এ নির্মাতা।