সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ
ঢাকায় নেওয়ার পথেই দগ্ধ একজনের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৮
ঢাকায় নেওয়ার পথেই দগ্ধ একজনের মৃত্য।সীতাকুণ্ডে এস এন কর্পোরেশন শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে ঢাকায় নেওয়ার পথে একজন মারা গেছেন।শনিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় পথেই আহমেদ উল্লাহার (৩৯) মৃত্যু হয়। জানা যায়, শনিবার সোনাইছড়ি তেতুল এলাকায় শওকত আলী চৌধুরীর এস এন কর্পোরেশন শিপইয়ার্ডে শ্রমিকরা জাহাজ কাটার সময় ট্যাংকে বিস্ফোরণে ১৩ জন মারাত্মক দগ্ধ হয়। এতে ৮ জনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স মুন্সিগঞ্জ পৌঁছানোর পর ইয়ার্ড ম্যানেজার আহমেদ উল্লাহ মারা যান। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে বাকি ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
এস এন কর্পোরেশনের ম্যানেজার (এডমিন) ফারুক জানান, আমরা পরিবেশ অধিদপ্তরের নিয়ম মেনে জাহাজ কাটার কাজ করি। কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।