দিগন্ত ডেস্কঃ ইসরাইলে ট্রাকে আত্নঘাতি হমলায় ৪জন নিহত ৫০ এর অধিক আহত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, তেল আবিবের গ্লিলট এলাকায় এক বাস স্টান্ডে এই ঘটনাটি ঘটেছে। দেশটির (ইসরাইল) পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। এই ঘটনার পেছনে কারা রয়েছে। কীভাবে ঘটল, এই নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে। এই মূহুর্তে আপাতত কিছু বলা যাচ্ছে না।
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, অন্তত ১৬ জনকে কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মোটামুটি ৫০ জন আহত হয়েছে। এখনও পর্যন্ত ৬ জন নিহত হয়েছে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে চিকিৎসা চলছে তাদের। ঘটনাস্থলে একটি বিমানও পাঠানো হয়েছে ইতিমধ্যেই। বিমানটি উপর থেকে পর্যবেক্ষণ করছে। এছাড়াও নিরাপত্তা বাহিনী দিয়ে এলাকাটি ঘিরে পেলা হয়েছে।