কচুয়া প্রতিনিধিঃ প্রথমবারের মতো শান্তি শৃঙ্খলার সাথে কচুয়ায় অনুষ্ঠিত হলো সারা বাংলাদেশ ব্যাপি একমাত্র রাষ্ট্রীয় অনুমোদিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানিক সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা। শনিবার ৩০ নভেম্বর ৯.৩০ টায় কচুয়ার বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজ ও তেগুরীয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে ২টি কেন্দ্রে কেজি থেকে ৫ম এ ১৫০০ জন এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচীব কচুয়া বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কচুয়ার আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ জাকির উল্যাহ শাজুলী বলেন, অত্যন্ত চমৎকার সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক চাঁদপুর জেলা এসোসিয়েশন সভাপতি ফারুক আহমেদ, সেক্রেটারি সবুজ ভদ্র ও হাজীগঞ্জ এসোসিয়েশন সভাপতি আক্তার হোসেন। হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কচুয়া সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, মিজানুর রহমান, তানভীর হোসেন, সোহেল রুশদী। পরীক্ষা কেন্দ্রে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।